সিরাজগঞ্জের সলঙ্গায় তিন ফসলী জমিতে অবাধে চলছে পুকুর খনন
1 min readমোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার শহরিয়াপুর বাড়ীগাতী গ্রামে তিন ফসলী জমি নষ্ট করে অবাধে চলছে পুকুর খনন। শহরিয়াপুর বাড়ীগাতী গ্রামের শাহজাহান আলীর তিন ফসলী ৫ বিঘা জমি একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রিপন (২৮) কন্ট্রাকের মাধ্যমে ফসলী জমি নষ্ট করে অবাধে পুকুর খনন করছে।এতে গ্রামের পার্শবর্তী ফসলী জমিগুলো পড়ছে হুমকির মুখে। পুকুর থেকে মাটি নিষিদ্ধ ট্রলীর মাধ্যমে যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। নিষিদ্ধ ট্রলীর মাধ্যমে মাটি পরিবহণ করায় নষ্ট হচ্ছে সরকারী লক্ষ লক্ষ টাকা ব্যায়ে আঞ্চলিক সড়ক গুলো। আঞ্চলিক সড়কগুলো নষ্ট হওয়ায় এলাকার লোকজনের চলাচল অযোগ্য হয়ে পড়ছে।কন্ট্রাক্টার রিপনের কাছে পুকুর খননের বিষয়ে জানতে চাইলে তিনি জানান সকল কিছুই মেনেজ করেই চলছে পুকুর খননের কাজ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান মুঠোফোনে প্রতিবেদককে জানান বিষয়টি আমি অবহিত তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।