পটিয়ায় আড়াই হাজার পিস ইয়াবাসহ আটক ২
1 min read
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামে পটিয়ায় দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন’কে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা। ২১ ডিসেম্বর
গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ২,৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবা সহ উখিয়া ও সাতকানিয়া এলাকার দুইজন’কে গ্রেফতার করে। তারা হলেন মোঃ নুরুল ইসলাম (২৩), পিং লিয়াকত আলী, , সাং- ঝুমছড়ি (লামার পাড়া), ওয়ার্ড নং-০৩, রাজাপালং ইউনিয়ন পরিষদ, থানা উখিয়া, জেলা- কক্সবাজার এবং সহযোগি মোহাম্মদ এনাম (৩৬), পিতাঃ মৃত শফি আহমদ, , সাং কমিরা পাড়া (আবুল খায়েরের বাড়ি), বাজালিয়া, পোঃ বাজালিয়া- ৪৩৮৮, থানাঃ সাতকানিয়া, জেলাঃ চট্টগ্রাম কে চট্টগ্রাম অভিমুখে পাচারকালে ২৫০০ পিস ইয়াবা সহ চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন মুজাফরাবাদ মেসার্স নজরুল এন্ড কোম্পানি ফিলিং স্টেশন এর সামনে থেকে সৌদিয়া বাস নং চট্ট মেট্রো-ব-১১-১০৮০ থেকে আটক করা হয়। আটক ইয়াবা কারবারি ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে জানায় শিকার করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।