“আলোর মশাল” স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ
1 min readমোহাম্মদ দেলোয়ার হোসেন ;; নোয়াখাালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ডিসেম্বর) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডু সামথিং ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোর মশাল সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সোহেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া প্রকৌশলী ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজের সাবকে অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এনামুল হক,হাতিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নঈম শামীম খান, মাহমুদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, ইউপি সদস্য মোজাহের উদ্দিন, উদিয়মান সাংবাদিক দৈনিক সারাক্ষনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, মাস্টার আবুল কাসেম, আনোয়ার হোসেন, আজাদ উদ্দিন, সমাজ কর্মী জাকের হোসেন রনি, সেলিম মালেক, আলোর মশালের সাবেক সভাপতি মাকসুদুর রহমান প্রমূখ।
আয়োজকেরা জানান, আলোর মশাল সংগঠনটি করোনাকালীন সময়ে মসজিদ পরিস্কার, হাট-বাজারে জিবানু নাশক স্প্রে, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ,খাদ্য সামগ্রী প্রদান, বৃক্ষ রোপণ করার পাশাপাশি ২০১০সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।তার ই ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে আজকের এ শীত বস্ত্র বিতরণ কর্মসূচি।ভবিষ্যতে আমাদের এ সকল কার্যক্রম চলমান থাকবে।