সিরাজগঞ্জ জেলা পুলিশ ও পুনাকের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
1 min readমোঃ মিনারুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
সিরাজগঞ্জ বাজার স্টেশন মোড়ে ছিন্নমূল ও শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ ও পুনাক। ২১ ই ডিসেম্বর সোমবার গভীর রাতে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর উপস্থিতিতে এই শীত বস্ত্র বিতরন করা হয়। উক্ত সময় উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী জনাব পলি সুলতানা শান্তা সহ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি পরবর্তীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।