বাহরাইন সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রয়েছে গোয়াইনঘাটের জাকির
1 min readসীমান্ত ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন গ্রামের আছাব উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫) গত ১৮ ডিসেম্বর (বাংলাদেশ সময়) দিবাগত রাত ৪ টায় প্রতিদিনের মতো মাছ ধরতে যায় বাহরাইন সাগরে। মাছ ধরা শেষে বাসায় ফেরার পথে আরেকটি স্পিড বোড এসে তাদের স্পিড বোডকে ধাক্কা দেয়। স্পিড বোডে থাকা তিনজনের মধ্য দুইজন ইন্ডিয়ান এবং জাকির হোসেন একাই বাংলাদেশি। সাথে থাকা দুইজন ইন্ডিয়ান নাগরিক অক্ষত অবস্হায় ফিরলেও বাংলাদেশি জাকির এখনো নিখোঁজ রয়েছেন।
তথ্যটি নিশ্চিত করেছেন ডৌবাড়ি ইউনিয়নের হাফিজ জাকির হুসাইন। তিনি বলেছেন, নিখোঁজ জাকিরের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।