জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসিমী রাহঃ এর স্বরণে বিয়ানীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত
1 min readবিয়ানীবাজার প্রতিনিধি ;; আজ ২১ ডিসেম্বর সোমবার ২০২০ঈসায়ী ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা আয়োজনে জমিয়তে উলামায়ে ইসলামের সংগ্রামী মহাসচিব বাংলার মাদানি আল্লামা নূর হোসাইন কাসিমী রাহঃ এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় মোস্তফা পার্টি সেন্টার দক্ষিণ বিয়ানীবাজারে আনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি পৌর ছাত্র জমিয়তের সহ সভাপতি মাও হিফজুল আমিন খান।
উপস্থিত ছিলেন সাহ সভাপতি ছিদ্দিক আলম,সাধারণ সম্পাদক আব্দুল কাদির জাফর, সাংগঠনিক সম্পাদক সাবের আহমদ, প্রচার সম্পাদক এম এবাদুর রহমান খান, সদস্য মনছুর আহমদ, সহ প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাও হিফজুল আমিন খান বলেন আল্লামা নূর হোসাইন কাসিমী রাহঃ ছিলেন এ জাতির অঘোষিত শাসক। যার নেতৃত্বে এদেশের ইসলাম এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ ছিলো। যিনি ছিলেন একিসাথে আল্লাহর ওলি এবং বাতিলের আতঙ্ক। যাকে নিয়ে উলামায়ে কেরাম এবং জমিয়ত গর্ববোধ করত। তিনি ছিলেন জমিয়তের সফল মহাসচিব।
পরিশেষে মাওলানা হিফজুল আমিন খান এর দোয়ার মাধ্যমে হযরতের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।