নতুন রূপে নতুন সাজে সজ্জিত হলো গোয়াইনঘাট বাজারের প্রথম ফার্মেসী
1 min readসিলেট জেলার গোয়াইনঘাট থানা রোডে ১৯৬০সালে গোয়াইনঘাটের প্রথম প্রতিষ্ঠিত বীনাপানি ফার্মেসী আবার নতুন রুপ ধারণ করেছে।
স্বাধীন বাংলার আগে পূর্বপাকিস্তান থেকেই সেবা পেয়ে আসছেন সীমান্তবর্তী অত্র এলাকার অসহায় মানুষরা।
স্বাধীন বাংলার পর থেকে উন্নত চিকিৎসার জন্য সকল প্রকার সেবা প্রধান করে আসছেন।
অনেক অসহায় হতদরিদ্র রোগী যারা অর্থের অভাবে ঔষধ সেবন করতে পারেন না, এমন অনেক রোগিদের বীনা মূল্যে ঔষধ প্রধান করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে এই বীনাপানি ফার্মেসী।
উন্নত চিকিৎসার সেবা প্রধানের জন্য
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ০৭পর্যন্ত
সেবা প্রধান করে থাকেন,
ডা.মোহাম্মদ জিয়াউল হক
(মেডিসিন ও কিডনী রোগ বিশেষজ্ঞ)
এমবিবিএস, বিসি এস (স্বাস্থ্য)
এমডি (নেফ্রোলজি)
এফসি পি এস (মেডিসিন) ফাইনাল পার্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,
প্রাক্তন মেডিকেল প্রফেসার সিলেট এম এ জি সিলেট উসমানী মেডিকেল কলেজ।
এছাড়াও প্রতি শনিবার -বৃহস্পতিবার, বিকাল ০৪ টা থেকে সন্ধ্যা ০৭টা পর্যন্ত রোগীদের সেবা প্রধান করে থাকেন
মোঃজাহিদ আহমদ
ডি-ফার্মা,বি এইচ এস
অব ফার্মাসিস্ট
গোয়াইনঘাট ইউ এইচ সি।
বীনাপানি ফার্মেসীতে কয়েকবছর যাবৎ রোগীদের ঔষধ প্রধানের দায়িত্ব পালন করে আসছেন জনাব, শিবুল দাস।
এখানে সব ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়।
শিবুল দাস এর হাস্যজ্বল মনোভাব আর সেবা পেয়ে ক্রেতারা অনেক প্রশংসা করে থাকেন।
মেসার্স, বীনাপানি ফার্মেসী
থানা রোড, গোয়াইনঘাট, সিলেট।