সাহিত্য ম্যাগাজিন সোপান’র মোড়ক উন্মোচন
1 min readনিজস্ব প্রতিনিধি :: সৃজনশীল সাহিত্য ম্যাগাজিন সোপান’র মোড়ক উন্মোচন আজ শুক্রবার(১৮-১২-২০২০)
দক্ষিণ বিয়ানীবাজারে অবস্থিত জমিয়ত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হামিদুল হক ইমদাদের সঞ্চালনায় সোপান উপদেষ্টা মাওলানা জালাল উদ্দীনের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে তিলাওয়াত করেন হাফিজ মঈনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন গবেষক সাহিত্যিক মাওলানা আব্দুল মালিক কাসিমী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন’সাহিত্য সমাজের দর্পন,একসময় সাহিত্যের একক নেতৃত্ব দিত রাম-বামরা।
ইদানীং আমাদের তরুণদের সাহিত্য চর্চা আমাদেরকে আশান্বিত করে।
আশাকরি নবিন সম্পাদক ইমরান হাসিবে এর লিখিত সোপান’র হাত ধরে একদল সাহিত্যকর্মী তৈরি হবে। যারা বাংলা সাহিত্যের ইমাম হবে। তিনি আরো বলেন’ আমরা আশাবাদী সোপান তাদের পরবর্তী সংখ্যা ও নিয়মিত প্রকাশ কর যাবে।
এছাড়া আরো বক্তব্য রাখেন,বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ,শিক্ষক মাওলানা আশরাফ হোসাইন ফুআদী,সংগঠক,হাফিজ আব্দুল্লাহ,শিক্ষক,সংগঠক মুফতি শরিফ আল হাসান,
মিম সাইফুর রহমান।
অালোচনায় আরো অংশ নেন
আবদুল কাদির ফারুক,
মকবুল হোসাইন
গোলাম রাব্বানী মাসুম
আছাদুজ্জামান
পারভেজ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন
জুনাইদ আহমদ
আবু সাইদ নাইম
গোলাম মোস্তফা প্রমুখ।