গোয়াইনঘাটে হাম রুবেলা টিকাদান কেন্দ্র পরিদর্শনে ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ
1 min readআবু তালহা তোফায়েল :: আজ ১৯ ডিসেম্বর (শনিবার) সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলায় চলছে ৯মাস থেকে ১০ বছরের বাচ্ছাদের হাম রুবেলা ভেকশন বা টিকাদান।
টিকাদান কেন্দ্রগুলোর মাঝে পূর্ণানগর কেন্দ্র আব্দুন নূর ম্যানেজারের বাড়ি, আব্দুল গণী ও আব্দুল মতিন এর বাড়ি পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
এসময় বিভিন্ন কেন্দ্রে পৃথক পৃথকভাবে টিকাদান কেন্দ্রে কর্মরত ছিলেন এফপিআই আলীরগাঁও ইমরান আহমদ, স্বাস্থ্য সহকারী গোয়াইনঘাট মোহাম্মদ মামুনুর রাশিদ, এফডাব্লিউএফ জাহানারা বেগম, স্বাস্থ্য সহকারী জুলকাস, এফডাব্লিউএফ সফাতুন নেছা, ডাব্লিউবি শামিমা বেগম ও ডাব্লিউবি নাজমিন নাহারা লিপি।