আল- ফালাহ্ ইসলামী সোসাইটির উদ্যোগে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন
1 min readগতকাল শুক্রবার বাদ জুমা আল-ফালাহ্ ইসলামী সোসাইটি গোয়াইনঘাট এর উদ্যেগে উপজেলার ১নং পশ্চিম জাফংল মনরতল বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মাওঃ আব্দুল হামিদ (ইসলামাবাদী) ও সোসাইটির সভাপতি হাঃ আল-আমিন ইসলামের সভাপতিত্বে এবং সোসাইটির প্রচার সম্পাদক, সুলতান আহমদ ও সালমান আহমদের যৌথ পরিচালনায় সভার কার্জকম শুরু হয়।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস সম্পর্কে আলোচনা করেন, অনুষ্ঠানের সম্মানিত অতিথি গোয়াইনঘাট উপজেলার চেয়ারম্যান জনাব, ফারুক আহমদ ও উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব, মাওঃ গোলাম আম্বিয়া কয়েছ, এবং ২নং ওয়ার্ডের মেম্বার জনাব, মুন্সী আব্দুল মুমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। উক্ত সংঠনের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ে উপস্থিত ছিলেন “আইকন ফাউন্ডেশন বাংলাদেশ” এর মেডিকেল টিম। আইকনের ফাউন্ডেশনের সভাপতি, মাওলানা আবু বকর সিদ্দীক , জাকির বিল্লাহ, আব্দুল্লাহ ইমরান রেদওয়ান আহমদ।
সভায় বক্তারা মহান শহীদদের রুহের মাগফিরাত কামনা ও তরূণদের সমাজের কাজে আরো বেগবান হওয়ার পরামর্শ দেন। এবং তার পাশাপাশি আল- ফালাহ্ ইসলামী সোসাইটির অগ্রযাত্রা আরো বেগবান হওয়ার জন্যে সফলতা কামনা করেন।