আজ হাইআতুল উলিয়ার ফলাফল; মোবাইল ফোনের মেসেজে যেভাবে জানবেন
1 min read
সীমান্ত ডেস্ক ;; আজ আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে জানা যাবে এবারের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল।
শুক্রবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে বলা হয়, ইনশাআল্লাহ, আগামীকাল শনিবার, ৩ জুমাদাল ঊলা, ১৯ ডিসেম্বর সকাল ১০-১১টায় ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
মোবাইল ফোনের মেসেজ-এর মাধ্যমে দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল জানা যাবে। মেসেজ অপশনে গিয়ে HTR লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর send করতে হবে ২৯৯৩৩ নম্বরে। জবাবি মেসেজে আপনার ফলাফল পেয়ে যাবেন। এ ছাড়া আল-হাইআতুল উলয়ার ওয়েবসাইট https://alhaiatululya.com থেকেও জানা যাবে।