শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
1 min readশ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খিদমাহ ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার বেলা ২ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়ে বিকেল ৫টায় সমাপ্ত হয়।
অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিভিন্ন অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা এম এ রহীম নোমানী, সাংবাদিক ও কলামিস্ট প্রিন্সিপাল মাওলানা এহসান বিন মুজাহির,পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গল’র প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌঃ জুমন, মাওলানা আহমদ যোবায়ের জুয়েল,দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গল এর প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ,বরুনা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের,বিশিষ্ট সাংবাদিক ইসমাঈল মাহমুদ,সাংবাদিক আবু জাফর সালাউদ্দিন,আসক ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখা সহ-সম্পাদক লুৎফুল হক লোকমান, হাফেজ মাওলানা নূর উদ্দিন, নাজাত মডেল স্কুলের প্রধান শিক্ষক মাওলানা লুৎফুর রহমান নোমান প্রমুখ।
টেকনেশিয়ান হিসেবে উপস্থিত থেকে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা শাখা পরিচালক মাওলানা মুস্তাকিম আল মুন্তাজ তালুকদার, নির্বাহী সদস্য মাওলানা মনিরুল ইসলাম,নবীগঞ্জ উপজেলা শাখা পরিচালক মাওলানা লাবীব শাহেল ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল্লাহ সজীব।
খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা শাখার দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা পরিচালক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ,সহ-পরিচালক জালাল আহমদ সেলিম,অন্যতম সদস্য মাওলানা হুছাইন আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা কুদরত উল্লাহ শরীফ,মোঃ ইব্রাহীম খলীল,মাওলানা জুবায়ের আহমদ,খালেদ বিন ওয়ালিদ,মাওলানা আব্দুল বাছিত,মাওলানা রবিউল ইসলাম আল আমিন, মোঃ ওলিউর রহমান রাহুল ও মাহদিয়া জান্নাত জাহেরা প্রমুখ।
অনুষ্ঠিত ক্যাম্পেইনে বিনামূল্যে অর্ধশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় খিদমাহ ব্লাড ব্যাংকের শাখা রয়েছে। এ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান কফিল (আবীর সাবিল)।