লোহাগড়া’য় ৫,০০০পিস ইয়াবাসহ ৪ জন আটক
1 min read
সেলিম চৌধুরী :: চট্টগ্রামের লোহাগাড়া ১৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা সহ কক্সবাজার জেলা এলাকার ০৪ জনকে গ্রেফতার করে। এ সংক্রান্তে পৃথক দুটি মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়ছে। এতে আসামী- (১) মোঃ ইলিয়াছ (২৮)(বাঁমে), পিতা- মৃত আব্দুর রহমান, মাতা- মৃত নুর নাহার, সাংঃ ব্লক-এইচ/১৫, সেড নং-১০৭৫, হেড মাঝিঃ ইয়াছিন, সাইড মাঝি- খায়ের বশর, জামতলা ক্যাম্প, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার ও (২) আব্দুর রহমান(২৫), পিতা- আবুল খায়ের, মাতা- হালিমা খাতুন, সাং- দক্ষিণ লম্বুরী(আদর্শ গ্রামের পশ্চিম পার্শ্বে), ওয়ার্ড নং-০৩, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলা- কক্সবাজার কে চট্টগ্রাম অভিমুখে পাচারকালে ২০০০ পিস ইয়াবা পিল সহ চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের লোহাগড়া থানাধীন আমিরাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয়।
এবং আসামী-(১) মোঃ কায়কোবাদ প্রকাশ কায়সার (২৯)(ডানে), পিতাঃ মৃত ফরিদুল ইসলাম, মাতাঃ নুর নাহার, সাংঃ কোনার পাড়া(ফরিদের বাড়ি), ওয়ার্ড নং -০৬, ফুলছড়ি ইউনিয়ন পরিষদ, থানাঃ বাঁশখালী, জেলাঃ চট্টগ্রাম, বর্তমান ঠিকানাঃ বিজিবি ক্যাম্প, সিকদার পাড়া, কক্সবাজার পৌরসভা, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার ও (২) মোঃ শাহাবুদ্দিন(২৩), পিতাঃ আবুল কাশেম, মাতাঃ নুর নাহার বেগম, সাংঃ খরুলিয়া(দরগাহ পাড়া), ওয়ার্ড নংঃ ০৬, খরুলিয়া ইউনিয়ন পরিষদ, থানাঃ কক্সবাজার সদর, জেলাঃ কক্সবাজার কে ৩,০০০ পিস ইয়াবা পিল সহ লোহাগড়া থানাধীন চুনতি ফরেস্ট রেন্জ অফিসের সামনে মাহিন্দ্রা (চারচাকা) গাড়ীতে চালকের পার্শ্বের সিটে বসা অবস্থা থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে শুক্রবার প্রায় ০৮ঃ৩০-০৯ঃ৩০ ঘটিকায় অভিযানে আটক করে ইয়াবা জব্দ করতঃ সংরক্ষণ ও বহনের অপরাধে লোহাগড়া’য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী ০২টি নিয়মিত মামলা দায়ের করা হয় মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।