মারকাযুল হিদায়া ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
1 min readডেস্ক রিপোর্ট :: ১৮ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা সিলেটের স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল হিদায়া সিলেট-এর সহযোগী সেবাসংস্থা “মারকাযুল হিদায়া ফাউন্ডেশন” কর্তৃক প্রতি বছরের ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ-২০২০ অনুষ্ঠিত হয়। এতে সিলেট উপশহর সংলগ্ন ২৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সাদারপাড়া ,সৈদানীবাগ ও সবুজবাগ এলাকায় গরীব , অসহায় ৫০০ পরিবারকে এ সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
মোট চারটি পর্বে ৩ কেজি ৫০০ গ্রাম ওজনের কম্বল বিতরণ করার কথা রয়েছে। দুপুর ২ টা থেকে প্রথম পর্বে টিকেটের মাধ্যমে মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে ২০০ পরিবার ও দ্বিতীয় পর্বে ১০০ মাদরাসা ছাত্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সংগঠনের সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে মারকাযুল হিদায়ার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ সালমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি, মারকাযুল হিদায়া সিলেটের পরিচালক মুফতি নূরুযযামান সাঈদ, সংগঠনের কোষাধ্যক্ষ ও মাদরাসার আমীনুত তা’লীম মাওলানা আব্দুর রহমান কফিল, সাদারপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আজিজুর রহমান, কবির চৌধুরী রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাদ আসর ফাউন্ডেশনের সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষের জিম্মাদারিতে তৃতীয় পর্বে আনুমানিক ১৫০ পরিবারের নিজস্ব ঠিকানায় শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।
গভীর রাতে শেষ পর্বে শহরের বিভিন্ন স্থানে অবস্থানকৃত ভাসমান লোকজনকে তাৎক্ষণিকভাবে স্পটে গিয়ে শীতবস্ত্র দেওয়া হবে। ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগে এলাকাবাসীকে বেশ প্রফুল্লিত দেখা গেছে।
আল্লাহ সবাইকে কবুল করুন।