শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ
1 min readআবু তালহা তোফায়েল :: মহান বিজয় দিবসের মাসে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার।
আজ ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বরাদ্দপ্রাপ্ত কম্বল বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নে কম্বল বিতরণ উপলক্ষে ছোট পরিসরে আলোচনা সভা ও কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রনেতা হাফিজ মাওলানা জাকির হুসাইনের পরিচালনায় কম্বল বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. আছলম চেয়ারম্যান, কাজি নুরুল ইসলাম, মাস্টার জরীফ উদ্দিন, ফরিদ উদ্দিন, সিরাজ উদ্দিন, হাফিজ সুহাইল আহমদ, হাফিজ লোকমান, হাফিজ রশিদ আহমদ প্রমুখ।