মুক্তিযুদ্ধের বই বিতরণের মাধ্যমে ‘আলোর দ্বীপ গণপাঠাগা’র বিজয় দিবস উদযাপন
1 min readনিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোর দ্বীপ গণপাঠাগার’ এর পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশপ্রেমের সুমহান চেতনায় উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক,দক্ষ,যোগ্য ও সংস্কৃতিবান নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার সুমহান উদ্দেশ্যকে সামনে রেখে কক্সবাজার এর মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের প্রাণকেন্দ্র লম্বাগুনা বাজারে প্রতিষ্ঠিত হয়েছে আলোর দ্বীপ গণপাঠাগার।
“শিক্ষা, সাহিত্য,সংস্কৃতির উন্নতি-
আলোর দ্বীপ গণপাঠাগারের মূলনীতি”
স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা আলোর দ্বীপ গণপাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত হওয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত পাঠাগারের সম্মানিত আহ্বায়ক, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুস সালাম, মাস্টার আনসার উল্লাহ হেলালি, মো: মাকসুদ, মোহাম্মদ মেহরাজ হোসেন অপি, মো:আরাফাত, মাহমুদুল করিম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পাঠাগারের প্রয়োজনীতা তুলে ধরে ‘আলোর দ্বীপ গণপাঠাগার’ কর্তৃপক্ষকে এই মহতী উদ্যোগের জন্যে ধন্যবাদ জানান। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গুরুত্ব নবীন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য প্রোগ্রাম শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের বই বিতরণ করেন।