ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন
1 min readইয়ামিন আরাফাত, কোম্পানীগঞ্জ প্রতিনিধি।।
শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যেবাহি ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজে মহান বিজয় দিবস পালন হয়েছে।দিবসটি উপলক্ষ্যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আজ বুধবার (১৬ ডিসেম্বর) কোম্পানীগঞ্জের ঐতিহ্যেবাহি ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজে দিনের শুরুতে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এডহক কমিটির সকল সদস্যবৃন্দ সহ সকল শিক্ষকমণ্ডলী।
শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে ভাটরাই উচ্চ বিদ্যালয় এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম(ঠান্ডা স্যার) এর সভাপতিত্বে, সহকারী শিক্ষক জসিম উদ্দীন বণিকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক দিপক চন্দ্র সরকার।কোর’আন তেলাওয়াত করেন শিক্ষার্থী ইভা আক্তার এবং গীতা পাঠ করেন সিমলা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আলী দুলাল।
বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য মোহাম্মদ সাদউল্লাহ,সাবেক সদস্য মোহাম্মদ রফিক আহমেদ,ফখরুল আলম,ভাটরাই সরকারি প্রাঃবিঃ প্রধান শিক্ষক প্রণব মোহন্ত,সহকারী শিক্ষক আব্দুল খালেক।কলেজ শিক্ষক কল্লোল রায়।সাবেক শিক্ষার্থী সজীবুল ইসলাম জয়।কলেজ শিক্ষার্থী জুবায়ের আহমেদ এবং শবনম পারভীন বিজয়ী।
এছাড়াও উপস্থিত ছিলেন ভাটরাই উচ্চ বিদ্যালয় এবং কলেজের সহকারী শিক্ষক আবুল বশর,এমাদ উদ্দীন,মনিরুল ইসলাম,তারেক মিয়া,ফারুক মিয়া,দুলাল দাস,সাইদুল ইসলাম,জুয়েল রানা,তাপস শর্মা,সবিতা মোহন্ত,রতন চন্দ্র শীল,সাবেক শিক্ষার্থী আব্দুল আলীম,রাসেল আহমদ,নুর আলম সহ প্রমুখ।