জগন্নাথপুরে ছাত্র জমিয়তের শপথ গ্রহণ ও দুয়া মাহফিল অনুষ্ঠিত
1 min readনিজস্ব প্রতিনিধি ;; জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব বাংলার মাদানী আল্লামা শায়খ নূর হোসাইন কাসিমী রহ.স্মরণে দুয়া মাহফিল ও নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান আজ ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে হাসপাতালস্থ হামজা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি শেখ শামছুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ হাবিব ছালেহ
এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও
শপথ বাক্যে পাঠ করান:জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেনঃজমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মাওলানা হাফিজ সৈয়দ সুহাইল আহমদ।বক্তব্য রাখেনঃউপজেলা যুব জমিয়তের সাবেক সহ সভাপতি মাওলানা আলী আহমদ,জগন্নাথপুর উপজেলা যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা শেখ বিলাল আহমদ।
বৈঠকে উপস্থিত ছিলেনঃশাখার সহ সভাপতি হাফিজ ইব্রাহিম খলিল,সহ সাধারণ সম্পাদক আবুল বাশার হামিদী,মোঃইয়াকুব আহমদ উজ্জ্বল,রাসেল মাহমুদ।
সাংগঠনিক সম্পাদক হাফিজ খলিলুর রহমান,যুগ্ম সাংগঠনিক সম্পাদক ক্বারী শামসুল হক নুমানী, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, এম, আতিকুর রহমান কামালী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,অর্থ সম্পাদক আবু তালহা সাফওয়ান, প্রশিক্ষণ সম্পাদক জাবেদ আহমদ,অফিস সম্পাদক ফরিদ উদ্দীন,সাহিত্য সম্পাদক সা’আদ আহমদ রাজু,তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ ইয়াহিয়া,নির্বাহী সদস্য রায়হান আহমদ,সৈয়দ আরিফ আহমদ,নাঈম আহমদ,আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেনঃ ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে আজকের শপথের মাধ্যমে উপজেলার সব স্তরে
সংগঠনের কার্যক্রম জোরদার করতে হবে।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসিমী রহ.এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
আল্লাহ পাক আমাদেরকে কাসিমী রহ.এর মিশন বাস্তবায়নে সচেষ্ট থাকার তৌফিক দিন,হযরতের দারাজাত বুলন্দ করুন আমীন।