গোয়াইনঘাটে বিজয় দিবসের মর্যাদা ক্ষুন্ন করে রাতভর চলছিলো অসামাজিক যাত্রাগানসহ জুয়ার আসর
1 min readজুবায়ের আহমেদ, গোয়াইনঘাট :: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ২ং পশ্চিম জাফলং ইউনিয়নধীন গোয়াইন গ্রামের পিছনে মহান বিজয় দিবসের মর্যাদাকে ক্ষুন্ন করে রাতভর চলছিলো সমাজ বিরোধী যাত্রা গানের আসর। শুধু তাই নয়- জোয়া খেলা, তীর খেলা, মদ, গাজাসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে ধংষের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছেন তরুণ প্রজন্ম , যুবসমাজ।
একদিকে বৈশ্মিক মহামারি করোনাভাইরাসের ফলে দেশের অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে।
পাথর নির্ভরশীল সিলেটের শ্রমজীবী মানুষ জাফলং, বিছনাকান্দি পাথর কোয়ারী বন্ধ থাকায় তাদের কর্ম হারিয়ে অর্থশুন্য হয়ে পড়েছে, হাহাকার করছে হাজারো বেকার পরিবার।
এরই মধ্যে যাত্রা গানসহ তীর খেলা, জোয়া খেলা, মদসহ অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়েছে এই তরুণ যুবসমাজ।
যার ফলে এই বেকার যুবকরা মদ, গাজা, তীর খেলা আর যাত্রা গানের টাকার প্রয়োজনে লিপ্ত হচ্ছেন চুরি ডাকাতি সন্ত্রাসী আরো বিভিন্ন অপকর্মে। প্রশাসনিক এলাকার পাশেই রাতভর চলছিলো এই অসামাজিক অশ্লীল কর্মকান্ড। কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন। যার ফলে আরো উৎসাহ পেয়ে অসামাজিক কর্মকান্ডে ক্রমাগত এগিয়ে যাচ্ছে তরুন প্রজন্মরা।