আগামী ৩-৪ জানুয়ারি শরীফগঞ্জে অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলন
1 min readইমাদ রায়হান ;; আগামী ৩-৪ জানুয়ারি রোজ রবি ও সোমবার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ১১ নং শরীফগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্স মাঠে কুশিয়ারা অঞ্চলের সর্ববৃহৎ ধর্মীয় ও সামাজিক সংগঠন আল ইহসান পরিষদ এর ২ দিনব্যাপী ১৬ তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এতে দেশের প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম,পীর-মাশায়েখ, শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ আলেম-উলামাগণ পবিত্র কোরআনের মহামূল্যবান তাফসীর পেশ করবেন বলে জানা গেছে।
২ দিনব্যাপী এ সম্মেলন প্রত্যহ সকাল ১১ টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০ টা পর্যন্ত।
এতে যেসব উলামায়ে কেরাম উপস্থিত থেকে সম্মেলনকে জৌলুশতা দান করবেন-এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, দারুলউলুম দেওবন্দের সুর্য সন্তান,মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী হাফিজাহুল্লাহ।
এছাড়া, শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে যারা উপস্থিত থাকবেন, তারা হলেন-
শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী। শায়খুল হাদীস মাওলানা ইয়াহিয়া মাহমুদ ঢাকা। শায়খুল হাদীস মাওলানা মুফতি মুজিবুর রহমান চাঁদপরী।সুলতানুল ওয়াইজীন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী।মুফতি বশির আহমদ বি বাড়িয়া।মাওলানা মুশাহিদ ক্বাসিমী প্রমুখ।
সম্মেলন সফল করার লক্ষ্যে ব্যাপকভাবে সকল প্রস্তুতি শুরু করেছেন আল ইহসান কতৃপক্ষ। এজন্য সম্মেলন প্রস্তুতি কমিটি রাত দিন কাজ করে যাচ্ছেন।
সম্মেলন যাতে সুন্দর,পরিচ্ছন্ন ও পরিপাটি হয়, সেজন্য হাতে নেওয়া হয়েছে আরো বেশকিছু কর্মসূচী।
পরিষদের সভাপতি ও জামিয়া মানিককোনা হাওরতলা’র শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা হিফজুর রহমান বলেন-সম্মেলন উপলক্ষে ব্যানার এবং ফেস্টুনে সাজছে কুশিয়ারা পারের সকল এলাকা এবং সাজবে পুরো উপজেলা। চলছে পোস্টারিং,লিফলেট বিতরণ ও মিনি ব্যানার সাঁটানোর কাজও।সড়ক থেকে শুরু করে বাজারের অলি-গলি পর্যন্ত গুরুত্বপূর্ণ সব স্পট ছেয়ে গেছে ফেস্টুন, ব্যানার আর পোস্টারে।
সিনিয়র সহসভাপতি মাওলানা কবীর আহমদ বলেন- কুশিয়ারা অঞ্চলের সর্ববৃহৎ এ সম্মেলনে এবছর বিপুল সংখ্যক মুসল্লিদের সমাগম ঘটবে।সে অনুযায়ী আমরা প্রস্তুতিও নিচ্ছি,আলহাদুলিল্লাহ।
পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মুনাওয়ার হুসাইন বলেন- আল ইহসান পরিষদ বহুল পরিচিত একটি সামাজিক সংগঠন।কুরআনের আলো ছড়াতে আমাদের পরিষদ প্রায় দেড় যুগ থেকে কাজ করে যাচ্ছে।আমরা সেই ধারাবাহিকতা রক্ষায় বরাবরের ন্যায় সকল কর্মসূচী পালনে বদ্ধপরিকর থাকবো ইনশাআল্লাহ।