সিলেটে স্মৃতি পাত্রের ধর্ষণের আসামিদের গ্রেপ্তার না করায় সাংবাদিক সমাজের ক্ষোভ
1 min readমোঃ ফয়ছল কাদির ;; সিলেট নগরীর এসএমপির এয়ারপোর্ট থানায় স্মৃতি পাত্র গণধর্ষণ মামলার আসামি (১) রাজা মিয়া (২) ফিরোজ মিয়া (৩)মজমিল মিয়া (৪) আকবর মিয়া (৫) রাহেলা বেগম কে গ্রেফতার করার দাবিতে সাংবাদিক সমাজের অবস্থান। উপস্থিত ছিলেন ফয়সল কাদির পি কে টিভি ও পৃথিবীর কথা নিউজ পোটালের সম্পাদক। মোঃ আলিম উদ্দিন, বাংলাদেশের খবর পত্রিকা। সৈয়দ মুজিবুর রহমান, নতুন আলো নিউজ। এ টি এম ফয়সল, সিমান্ত বাংলাদেশ। এম এ রশিদ আহমদ, সিলেট টাইমস রিপোর্টার। মুজিবুর রহমান চঞ্চল সোনালী সিলেট । তালাস বার্তা, মোস্তফা হোসেন সম্রাট । দৈনিক সিলেটের কথা, সোহেল আহমদ । জাতীয় সাংবাদিক সংস্থার এম,জনি বাংলার নিউজ । ফারুক মিয়া হিলি টিভি । সবুজ আহমেদ, রুপালি টিভি । শাবানা সবনম,ফাস্ট নিউজ সিলেট । মিলি বেগম, জকিগঞ্জে ডাক। প্রমূখ,, সাংবাদিক সমাজের দাবি অবিলম্বে ধর্ষন কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান এবং থানার অফিসার ইনচার্জ শাহাদত হোসেনের সাথে কথা বলেন,এবং এই মামলার আয়ু এস, আই শাহীন মিয়া সাংবাদিক সমাজের উপস্থিতি টের পেয়ে থানা থেকে কেটে পড়েন, ডিজিটাল বাংলাদেশে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষন মামলার উপর জির টলারেন্স নির্ধারন করলেও সিলেটের এস এম পির এয়ারপোর্ট থানা পুলিশ গণধর্ষিতা স্মৃতি পাত্রের মামলার আসামিদের গ্রেফতার করেছে না তার কারন কি । সেই প্রেক্ষিতে আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আইন মন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও এসএম পির পুলিশ কমিশনার মহোদয় সহ সকলের সুদৃষ্টি ক্ষামনা করছি । অতি শীগ্রই আপনাদের সহযোগিতায় উক্ত আসামিরা যেন গ্রেফতার হয়।