পটিয়ার জিরিতে নিরীহ মহিলার দোকান ভাংচুরের অভিযোগ
1 min read
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ;; চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন দক্ষিণ জিরি ৫ নং ওয়ার্ডে দিলুয়ারা বেগম নাম এক নিরীহ মহিলার ৪ টি দোকান ভাংচুর তান্ডব চালিয়ে আনুমানিক তিল লক্ষ টাকার ক্ষতি করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায়। এঘটনায় মোঃ ইয়াকুবের স্ত্রী দিলুয়ারা বেগম বাদী হয়ে আবুল হোসেন, মোরশেদ, জয়নাল, আরিফ, ইয়াকুব নবীসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। থানার দায়েকৃত অভিযোগ সুএে জানাযায় দীর্ঘদিন জায়গা পাওয়ার অজুহাত তুলে গরীব অসহায় দিলুয়ারা বেগম কে বিভিন্নভাবে হত্যার হুমকি ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১২ ডিসেম্বর রাতে দিলুয়ারা বেগম এর নির্মাণধীন ৪ টি দোকান গৃহ ভাংচুর তান্ডব চালিয়ে আনুমানিক তিল লক্ষ টাকার ক্ষতিসাধন করছে মর্মে থানার দায়েকৃত অভিযোগ সুএে প্রকাশ। অভিযোগ পেয়ে থানার এস আই খোরশেদ ঘটনাস্থলে পরিদর্শনে যান বলে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেন।অসহায় দিলুয়ারা বেগম পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার এর হস্তক্ষেপ কামনা করেন।