নড়াইলে ডিবি পুলিশের হাতে অতিথি পাখি শিকারের সরঞ্জাম জব্দ
1 min readনড়াইল প্রতিনিধি ;; নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রাম থেকে নড়াইল জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ অভিযান চালিয়ে অতিথি পাখি শিকারের পচুর সরঞ্জাম জব্দ করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা যায় যে, মঙ্গলবার(১৫ডিসেম্বর)বিকাল ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দার (ডিবি)এসআই মনিরুল ইসলাম এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সসহ কুমড়ি গ্রামের মো: তাইজুল মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমান অতিথি পাখি শিকারের সরঞ্জাম জব্দ করে। যাহার অানুমানিক মুল্য ২৫ হাজার টাকা।পরে জব্দকৃত সরঞ্জাম লোহাগড়া থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসঅাই মনিরুল ইসলাম বলেন, কুমড়ি গ্রামের অনেক লোক অতিথি পাখি শিকারের সাথে জড়িতো অাছে বলে জানা যায়, আর তারই প্রেক্ষাপটে অভিযান। আমরা এই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অতিথি পাখি শিকারের সরঞ্জাম জব্দ করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি আগে থেকে জানতে পেরে যারা এ ধরনের কাজ করে তারা পালিয়ে যায়।