জামিয়া মাদানিয়া বারিধারায় আল্লামা কাসেমী (রাহ.) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
1 min readহেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর স্মরণে গতকাল (১৫ ডিসেম্বর) মঙ্গলবার তাঁরই প্রতিষ্ঠিত রাজধানী ঢাকার অন্যতম বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় প্রতিষ্ঠানটির শিক্ষক-ছাত্রদের অংশগ্রহণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর বর্ণাঢ্য কর্মজীবন, নীতি-আদর্শ ও অবদানের উপর স্মৃতিচারণ করা হয়।
এতে জামিয়া মাদানিয়া বারিধার শিক্ষকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত পরিচালক আল্লামা হাফেয নাজমুল হাসান কাসেমী, শিক্ষা সচিব মুফতি মকবুল হোসাইন, মাওলানা আবু সালেহ, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা মাসউদ আহমদ, মাওলানা আমজাদ হোসাইন হেলালী প্রমুখ।
উপস্থিত ছিলেন- মুফতি ইকবাল হোসাইন, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুহাম্মদুল্লাহ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর জামাতা মুফতি জাকির হোসাইন, রাজধানীর মানিকনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সানাউল্লাহ মাহমূদী, সাহেবজাদা মুফতি জাবের কাসেমী, মাওলানা আমজাদ হোসাইন (পুরান ঢাকা), প্রমুখ।
আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর স্মৃতিচারণমূলক এবং ভূমিকা ও অবদান নিয়ে আলোচনার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেককে ঢুকরে ঢুকরে কাঁদতে দেখা যায়। অনেকেই বার বার অশ্রু সংবরণের চেষ্টা করছিলেন।
আলোচনা শেষে আল্লামা নূর হোসাইন কাসেমী (রাহ.)এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন শায়খ (রাহ.)এর জামাতা মুফতি জাকির হোসাইন। এ সময় উপস্থিত ছাত্রদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।