কোম্পানীগঞ্জে আল্লামা নূর হোসাইন কাসেমীর স্বরণে দোয়া ও আলোচনা সভা
1 min readকোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগন্জ উপজেলার দয়ার বাজার জামে মসজিদে গতকাল ১৫ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘঠিকায় বাংলাদেশের শীর্ষ আলেমে দ্বীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, উস্তাযুল আসাতিযা,বাংলার মাদানী, রাহবরে মিল্লাত , বাতিলের আতঙ্ক , মানুষ গড়ার কারিগর আল্লামা নূর হোসাইন কাসেমী রহঃ এর স্বরণে জমিয়ত ও হেফাজতে ইসলাম এর উদ্যোগে আলোচনা সভা, খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাখজুনুল উলুম কলাবাড়ি মাদ্রাসার সহকারি নাজিম মাওলানা এনামুল হকের সঞ্চালনায় সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন দয়ার বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা হোসাইন আহমদ। সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম কোম্পানিগঞ্জ উপজেলার মুহতারাম আমীর, মাখজানুল উলূম কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির সাহেব।
হজরত কাসিমী রহঃ এর আত্মার মাগফিরাত, পরকালিন শান্তি ও জান্নাতের উচ্চ স্থান কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন মাখজানুল উলূম কলাবাড়ী মাদ্রাসার নায়িবে মুহতামিম হাফিজ ফজল উদ্দিন সাহেব, সিনিয়র শিক্ষক মাওঃ হাবিব উল্লাহ,মাওঃ আব্দুল ওয়াহিদ, মাওঃ রুনক উদ্দিন,মাওঃ ইব্রাহীম আলী, দয়ার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ শফিকুল হক, হাজী রিয়াজ উদ্দিন, ডাক্তার আবুল কালাম আজাদ, জনাব সামসুল কামান্ডার , মেম্বার নুরুজ্জামান, সাংবাদিক মঈন উদ্দিন মিলন ও সাংবাদিক ফখর উদ্দিন প্রমুখ।