আলীরগাঁও ইউনিয়নে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
1 min readজাহেদুল ইসলাম শিমুল ::গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের পক্ষথেকে মহান বিজয় দিবস পালন করা হয়।
আজ ১৬ই ডিসেম্বর সকাল ৯:০০ মিনিটের সময় বারহাল আলিম মাদ্রাসা সংলগ্ন শহীদ মিনারে ধাপে ধাপে পুস্তস্তবক অর্পণ করেন আওয়ামিলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠন । এর আগে পৃথক পৃথকভাবে জয় বাংলা স্লোগান দিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলিত হন আওয়ামিলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ৫ নং আলীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাম অলীউর রহমানের সভাপতিত্বে ও ৫ নং আলীরগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহব্বায়ক জনাব গোলাম করিম শামীমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা সেচ্চেসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম,যুবলীগ নেতা গোলাম মোস্তফা, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃআব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা পান্না দেব নিলয় সহ প্রমুখ।
গোয়াইনঘাট উপজেলা সেচ্চাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন,দেশে বর্তমানে কিছু উগ্র-সাম্প্রদায়িকগোষ্টি শান্ত বাংলাদেশকে অশান্ত করতে চাচ্ছে।পাকিস্তানের সেই পরাজিত শক্তি আমার মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্চে,আমাদের এখনই এই পাকিস্তানের দালালদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশকে বিএনপি জামাত শিবির আবার পাকিস্তান মানাতে চায়। তাই তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম,আরিফ উদ্দিন,আফজল আহমদ,জাহেদুল ইসলাম শিমুল,সাদিকুর রহমান, দেলোয়ার হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।