শ্রমিকদের ৫দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে; জাকারিয়া আহমদ - Shimanterahban24
March 22, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

শ্রমিকদের ৫দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে; জাকারিয়া আহমদ

1 min read

আলী হোসেন :: সিলেটের গোয়াইনঘাটে ৫দফা দাবি নিয়ে ব্যাটারি চালিত রিক্সা, অটোবাইক, টমটম, মিশুক, মোটরবাইক এবং প্রাইভেট গাড়িদ্বারা যাত্রী পরিবহন করাসহ সিএনজি চালিত অটোরিক্সার রেজিষ্ট্রেশন প্রদানের দাবিতে বিশাল জনসভা সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন- ৭০৭ এর উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩টায় গোয়াইনঘাট বাইপাস বাজারে শ্রমিক সামাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা শ্রমিক নেতা জাকারিয়া আহমদ বলেন, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ শাখার কেন্দ্রীয় শ্রমিক নেতৃবৃন্দদের অবিলম্বে সিএনজি চালিত অটোরিক্সায় নিরাপত্তা গ্রীল সংযোজনের সিন্ধান্ত স্থায়ীভাবে স্থগিত করতে হবে। অপর দিকে সিলেট মেট্রোপলিটন এলাকাসহ সিলেটের সকল উপজেলায় চলাচলকৃত ব্যাটারি চালিত রিক্সা, মোটরবাইক, অটোবাইক, টমটম, মিশুক, প্রাইভেট গাড়ীদ্বারা যাত্রী পরিবহন বন্ধসহ মহাসড়ক এলাকা পর্যন্ত সিএনজি চালিত অটোরিকশা চলাচলের সুযোগ করে দিতে হবে। তিনি আরোও বলেন, সিলেট জেলা ও মেট্রো আরটিসিতে সিএনজি চালিত অটোরিকশা বে-আইনি বিক্রি ও শোরুম বন্ধ এবং বিক্রিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশার রেজিট্রেশন ফি প্রদানকারীদের রেজিট্রেশন অবিলম্বে দেওয়াসহ ড্রাইভিং লাইন্সেস, টেক্স, ফিটনেস, রোড পারমিট ইস্যু ও নবায়নে সকল প্রকার হয়রানী বন্ধসহ, সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলায় অটোরিকশা পার্কিং স্থানের ব্যাবস্থা করতে হবে এবং অটোরিকশা দ্ধারা সরকারি ডিউটি পালনকালে শ্রমিকদের খোরাগী দেওয়ার দাবি জানানো হয় সরকারের কাছে। দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য শ্রমিক নেতৃবৃন্দরা প্রতিবাদ সমাবেশ থেকে সিলেটের জেলা প্রশাসনসহ,
বিআরটিসি কর্তৃপক্ষের জোর দাবি জানান।

সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের ঐসব দাবি-দাওয়া বাস্তবায়নে ঢালবাহানাসহ হাজার হাজার অটোরিকশা চালক ও মালিকদের কর্মহীন করার চক্রান্ত করা হলে শ্রমজীবীসহ জেলা উপজেলা নেতৃবৃন্দৃদের সাথে নিয়ে শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়া হবে মর্মে প্রতিবাদ সভা থেকে প্রশাসনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করা হয়।

৭০৭ গোয়াইনঘাট বাইপাস শাখার সভাপতি মো. রিয়াজ উদ্দিন’র সভাপতিত্বে এবং বাইপাস শাখার সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন ও সদস্য ইসমাইল আলী’র যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-৭০৭ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা জাকারিয়া আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সিলেট জেলা সদস্য রাজা আহমদ, এম বরকত আলী, আলতাফ হোসেন চৌধুরী, গোয়াইনঘাট বাইপাস শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শেরগুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদুর রহমান, সহ-সভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সাঈদ আহমদ, রাধানগর শাখার সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সারীঘাট শাখার সভাপতি মো.নূর আহমদ, সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন, ফতেহপুর শাখার সভাপতি হরমুজ আলী, সাধারণ সম্পাদক আমির উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য ৫দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত সিএনজি অটোরিকশা চালিত গাড়ীর মালিক ও চালকসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা তাদের যৌক্তিক দাবি সরকার কর্তৃক মেনে নেওয়ার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.