বীর মুক্তিযোদ্ধা এম.এ.জলিলকে আল-ইখওয়ানের সংবর্ধনা
1 min readনিজস্ব প্রতিনিধি : বিয়ানী বাজারের ১১নং লাউতা ইউনিয়ন-এর সাবেক চার বারের নির্বাচিত চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা এম.এ. জলিলকে “আল-ইখওয়ান সংগঠন বাহাদুরপুর,বিয়ানীবাজার”এর পক্ষ থেকে সংবর্ধিত হয়েছেন১৫/১২/২০ইংরোজ মঙ্গলবার-এ।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাসেবা নিয়ে ১০ নভেম্বর দেশে আগমন করেন। স্বদেশগমন উপলক্ষে তাকে সংবর্ধনা প্রধান করা হয়।
এতে উপস্থিত ছিলেন আল-ইখওয়ানের উপদেষ্টা মাষ্টার মঈন উদ্দিন ,বাহাদুরপুর জামে মসজিদের সভাপতি মানিক উদ্দিন চৌধুরী, সেক্রেটারী মাষ্টার আব্দুল বারি, বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুর রকিব, মাওলানা নুরুর রহমান মাসুক, মাওলানা লুৎফুর রহমান, এনামুল হাসান রায়হান।l, হাফিজ মুদ্দাছি্রুল হক, সংগঠনের সভাপতি মাও: ফাহীম আহমদসহ প্রমূখ।
এসময় এম.এ.জলিল বলেন; আল-ইখওয়ান সংগঠন আমার প্রিয় একটি সংগঠন । শুভ কামনা রইলো মানুষের সেবায় এগিয়ে যাও।