“বিজয়ের মাসে”
1 min read
[কাকলী আক্তার মৌ]
বিজয়ের মাসে
শত প্রাণ হাসে।
ত্যাগের মহিমায়,শঠতা যাক হারায়ে।
মুছে যাক কালো,
ফুঁটায়ে মনের আলো;
বিজয় এলো দ্বারে,স্মরণ করি তাঁরে,
শহীদ-গাজী যারা
বঙ্গের যারা তারা,
বিজয়ের যারা কারণ,
শ্রদ্ধায় করি বরণ,
বিনম্র পুষ্পে স্মরণ,
অন্তরে রবে তাঁরা,
বিজয় আনিল যারা।
প্রবাহমান নদী,
শুকিয়ে যায় যদি,
আলোকিত এ রবি,
নিস্তেজে হয় ছবি,
তবুও স্মরণে রবে তাঁরা,
বিজয় আনিল যারা।
যতদিন জীবন রবে বহমান
স্মরণ করিব তাঁদের অবদান।
বিজয়ের মাসে
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।
আমি ডুবন্ত রবি, নিস্তেজ ছবি-
Kakoli Akther Mou