"বিজ‌য়ের মা‌সে" - Shimanterahban24
April 1, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

“বিজ‌য়ের মা‌সে”

1 min read

[কাকলী আক্তার মৌ]

বিজ‌য়ের মা‌সে
শত প্রাণ হা‌সে।
ত্যাগের মহিমায়,শঠতা যাক হারায়ে।
মু‌ছে যাক কালো,
ফুঁটায়ে মনের আলো;
বিজয় এ‌লো দ্বা‌রে,স্মরণ ক‌রি তাঁরে,
শহীদ-গাজী যারা
ব‌ঙ্গের যারা তারা,
বিজ‌য়ের যারা কারণ,
শ্রদ্ধায় ক‌রি বরণ,
বিনম্র পু‌ষ্পে স্মরণ,
অন্ত‌রে র‌বে তাঁরা,
বিজয় আ‌নিল যারা।

প্রবাহমান নদী,
শু‌কি‌য়ে যায় য‌দি,
আ‌লো‌কিত এ র‌বি,
নি‌স্তে‌জে হয় ছ‌বি,
তবুও স্মর‌ণে র‌বে তাঁরা,
বিজয় আ‌নিল যারা।

যত‌দিন জীবন র‌বে বহমান
স্মর‌ণ ক‌রিব তাঁদের অবদান।

বিজ‌য়ের মা‌সে
সবাইকে বিজয় দিব‌সের শু‌ভেচ্ছা জানাই
আ‌মি ডুবন্ত র‌বি, ‌নি‌স্তেজ ছ‌বি-
Kakoli Akther Mou

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.