ইউরো-বাংলার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ শিশু
1 min readসীমান্ত ডেস্ক :: সংবাদ সংগ্রহ অথবা সাংবাদিকতা একটা মহৎ পেশা বা একটা ভালো লাগা নেশা। সবাই পেশা হিসেবে কাজ করেনা। কেউ কেউ নেশা হিসেবে কাজ করে। নিজের ভিতরের প্রতিভাকে জাগ্রত করে। হোক না সে দেশের ভিতরে বা বাহিরে। প্রবাসে যখন মানুষ পাড়ি জমায়, তখনও তাঁর ভিতরে প্রতিভা কাজ করে। জীবনের তাগিদে কেউ সেই প্রতিভাকে কাজে লাগাতে পারে, আবার কেউ অনায়াসে প্রতিভাকে মেরে ফেলে। কারও হয়তো সুযোগই হয় না। আমরা সবাই জানি, কোনো একটা কাজ করতে হলে তার আশপাশের মানুষের সাপোর্ট পেতে হয়; এরকম প্রবাস জীবনে কয়জনই বা এই মহৎ কাজ সাংবাদিকতাকে আঁকড়ে ধরতে পারে?
পারে; তবে সবাই না। কিছু কর্মঠ, উদ্যমী, সৎ ও সাহসীরা পারে। সে হিসেবে প্রবাসী জীবনে পাড়ি জমিয়ে সব ব্যস্ততার সাথে সাথে সিলেটের বিশ্বনাথ থানার কৃতি সন্তান ইতালি প্রবাসী জুবায়ের আহমদ শিশু সাংবাদিকতার মতো মহৎ কাজকে চালিয়ে গেছেন দীর্ঘদিন থেকে। কিছুদিন পূর্বে “অল ইউরো-বাংলা প্রেসক্লাব” এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সেখানে সাংবাদিক জুবায়ের আহমদ শিশু-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর দেশের ও দেশের বাহিরে তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পরিচিতজন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও সংবাদীয় শুভেচ্ছা জানিয়েছেন।