হেফাজত মহাসচিবের ইন্তেকালে স্পিকার আয়াছ মিয়ার শোক প্রকাশ
1 min read
মীম সালমান ;; বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কো-চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, ঢাকা বারিধারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রেন্সিপাল শায়খুল হাদীস আল্লামা নুর হুসাইন ক্বাসেমির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন লন্ডনস্থ টাওয়ার হ্যামলেটে’র প্রাক্তন স্পিকার কাউন্সিলর জনাব আয়াছ মিয়া।
আয়াছ মিয়া বলেন হযরত মাওলানা নূর হোসাইন ক্বাসেমী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি ছিলেন রাজপথের একজন আপোষহীন সৈনিক। দরস ও তাদরিসের পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার জন্যও কাজ করছেন নিরলসভাবে। তার ইন্তিকালে জাতি হারালে একজন অভিভাবক।
ইতিমধ্যে তিনি দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তাঁর অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে দান করুন। আমীন।
তাঁর ইন্তিকালে শোক-সন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে সবরে জামিল দান করুন।