বানিয়াচংয়ে ইসলামী জন কল্যাণ যুব পরিষদের উদ্যোগে কম্বল ও শাড়ী বিতরণ
1 min readদিলোয়ার হোসাইন : বানিয়াচংয়ে চানপুর (হাসানপুর) ইসলামী জন কল্যাণ যুব পরিষদের উদ্যোগে কম্বল ও শাড়ী বিতরণ কনা হয়েছে । শনিবার (১২ই ডিসেম্বর ) সন্ধ্যায় বানিয়াচং উপজেলাস্থ চানপুর (হাসানপুর) গ্রামে হাসানপুর ইসলামী যুব কল্যাণ যুব পরিষদের উদ্যোগে অত্র গ্রামের কয়েকটি হতদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবারের মাঝে কম্বল ও শাড়ী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মাওলানা ইমরান আহমদ উসমানী,
সভাপতি মাওলানা মুফতী আব্দুল কাদির,
সেক্রেটারি মোহা.মনির হুসাইন, অর্থ সম্পাদক মোহা.আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মোহা. খু্রশেদ আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল মালিক, সদস্য মোহা. অলিবুর রহমান প্রমুখ।