জামিয়া সায়্যিদা আয়িশা রাযি. মাদরাসায় সংবর্ধিত ফারুক আহমদ লিমন
1 min readজুনায়েদ আহমদ ;; বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের বাহাদুরপুর জামিয়া সায়্যিদা আয়িশা রাযি. বালিকা মাদরাসায় সংবর্ধিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব ফারুক আহমদ লিমন। রোববার, রাত বাদ এশা মাদরাসায় আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালক মাওঃ মুফতি আব্দুল্লাহ আল মামুন, জনাব আকমল হোসেন,জনাব ছাইদুর রহমান, হাঃ মাওলানা শাব্বীর আহমদ, জনাব সাবুল আহমদ, জনাব সাদ্দাম আহমদ,জনাব জুনাইদ আহমদ প্রমুখ।
জনাব ফারুক আহমদ লিমন সমাজসেবক ও শিক্ষানুরাগী। এবং মাদরাসার আজীবন দাতা সদস্য।
তিনি বলেন- মাদরাসার জন্য আমার জীবন কোরবান হোক। আমি মাদরাসার সাথে সবসময় আছি,থাকবো।
এসব দান সদকা আমার আখিরাতের সম্বল।
আরও বলেন, মহিলা মাদরাসা প্রতিষ্ঠা হওয়া ভালো। এতে আমাদের মা-বোনরা ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারবে। মায়েরা শিক্ষিত হলে সন্তানরা শিক্ষিত হতে পারে। একটা সন্তানের প্রথম ও প্রধাণ শিক্ষাকেন্দ্র হলো মায়ের আসন।