আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে চরমোনাই পীরের গভীর শোক
1 min read

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
রবিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি আল্লামা কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় চরমোনাই পীর বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী একজন বরেণ্য ও প্রথিতযশা আলেমেদ্বীন, শায়খুল হাদীস ছিলেন। সেইসাথে বাতিল ও আল্লাহদ্রোহী শক্তির মোকাবেলায় অত্যন্ত সোচ্চার ছিলেন। দরস ও তাদরিসের পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার জন্যও নিরলসভাবে কাজ করেছেন।
চরমোনাই আরও বলেন, আল্লামা কাসেমী বহুমুখী খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন। সেইসাথে একাধারে কয়েকটি মাদরাসায় বুখারী শরীফের দরস দান করতেন। মহান রব্বুল আলামিন হযরতের সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার পরিজনকে সবর করার তওফিক দিন, আমীন।