আল্লামা নূর হুসাইন কাসেমীর ইন্তেকাল; সোমবার সকাল ৯টায় জানাজা
1 min readনিজস্ব প্রতিনিধি ;; হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান, বেফাকের সহসভাপতি ও দেশের শীর্ষ আলেম আল্লামা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানিয়েছেন আগামীকাল সকাল ৯টায় রাজধানীর জাতীয় ঈদগাহে আল্লামা কাসেমীর জানাজা অনুষ্ঠিত হবে।