আল্লামা কাসেমীর ইন্তেকাল; গোয়াইনঘাট জমিয়তের শোক
1 min read
আবু তালহা তোফায়েল :: আজ ১৩ ডিসেম্বর (রবিবার) ঢাকা ইউনাইটেড হাসপাতালে শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জাতীয় শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান আল্লামা নূর হুসাইন কাসেমী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছসহ উপজেলা যুব ও ছাত্র জমিয়ত তথা তৃণমূল জমিয়তের নেতাকর্মীরা।
তাঁরা আল্লামা কাসেমীর স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।