আল্লামা নূর হোসাইন কাসেমীর আশু রোগমুক্তি কামনায় জমিয়ত নেতৃবৃন্দের বিশেষ দোয়া-মুনাজাত
1 min readনিজস্ব প্রতিবেদক ;; আজ (১২ ডিসেম্বর) শনিবার বেলা ১১টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে আল্লামা নূর হোসাইন কাসেমীর আশু রোগমুক্তি কামনা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী।
উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মুসলিম লীগের মহাসচিব এডভোকেট কাজী আবুল খয়ের, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মুনির হোসাইন কাসেমী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মাওলানা মোস্তফা তারিকুল হাসান, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা বশিরুল হাসান খাদিমানী, অধ্যাপক আব্দুল জলীল, মাওলানা আবুবকর ছিদ্দিক, মুফতি নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা বুরহান উদ্দীন প্রমুখ।
দোয়া শেষে নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ মুনাজাতের আহবান জানান।