আল্লামা ক্বাসেমির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছাত্র জমিয়তের সেক্রেটারী জেনারেল
1 min readহেফাজত ও জমিয়ত মহাসচিব, ঢাকা বারিধারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নুর হোসাইন কাসেমীর রোগমুক্তি কামনায় দেশবাসীরকে দোয়া করার আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের (ওয়াক্কাস) সেক্রেটারি জেনারেল নিজামুদ্দিন আল-আদনান। শনিবার ভোর সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়তের সেক্রেটারী জোনারেল নিজাম উদ্দিন আল আদনান বলেন, মাওলানা নূর হোসাইন ক্বাসেমী একজন বরেণ্য আলেমেদ্বীন, রাজপথের একজন আপোষহীন সৈনিক। দরস ও তাদরিসের পাশাপাশি দ্বীন প্রতিষ্ঠার জন্যও কাজ করছেন নিরলসভাবে। মহান রব্বুল আলামিন দ্বীনের এ আলেমেদ্বীনকে সুস্থতার নেয়ামত দান করুন।
উল্লেখ্য: বিগত ১লা ডিসেম্বর শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থতাবোধ করলে আল্লামা কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত বৃহস্পতিবার হঠাৎ শারিরীক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত এইচডিইউতে নেয়া হয়। একইদিন সন্ধায় দ্বিতীয় দফা শারীরিক অবস্থার অবনতি ঘটলে আল্লামা কাসেমীকে চিকিৎসকরা দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক,
আইসিইউ থেকে এখন চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে নিতে বলছেন। তাই দেশ ও বিদেশের সকল মুসলমানদের কাছে বিনীতভাবে দোয়ায় শরীক হওয়ার জন্য আহবান জানিয়েছেন ছাত্র জমিয়ত সেক্রেটারী নিজাম উদ্দিন আল আদনান।