মোগলাবাজার ইউনিয়ন জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
1 min readকাউন্সিল পরবর্তীতে জমিয়ত মহাসচিব, মুসলিম উম্মাহর আধ্যাত্মিক রাহবর কায়্যিদে জমিয়ত আল্লামা নূর হুসাইন কাসেমীর সুস্থতা কামনায় সম্মিলিত দোয়া করা হয়।
নিজস্ব প্রতিনিধি :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট দক্ষিণ সুরমা উপজেলাধীন ৮ নং মোগলাবাজার ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) বাদ আছর স্থানীয় মোগলাবাজারে দলীয় কার্যালয়ে ইউনিয়ন জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা খালিদ আহমদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাদীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ছাত্রনেতা মুনাইম আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিন সুরমা উপজেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা জমিয়তের নির্বাহী সদস্য ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন। সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম। জমিয়তনেতা মাওলানা জামাল উদ্দিন। প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অর্থ সম্পাদক মাওলানা দিদারুল আলম রাসেল। উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুফতি তাজুল ইসলাম। সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক কে এম তাহমীদ হাসান। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুর রহমান রুবেল। সহ সাধারণ সম্পাদক মুনাইম আহমদ। আরিফুর রশীদ। ছাত্রনেতা শামছুল ইসলাম। তুফায়েল আহমদ মাহের। যুব জমিয়ত নেতা মাওলানা নজরুল ইসলাম। মাওলানা জামিল আহমদ। আবু হানিফ। আমিন উদ্দিন প্রমুখ।
কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে মাওলানা খালিদ আহমদকে পূনরায় সভাপতি, হাফিজ মাওলানা আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদিত প্যানেল ঘোষনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন।
৩১ সদস্য ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিম্নে দেয়া হলো:
সভাপতি: মাওলানা খালিদ আহমদ। সহ সভাপতি: মাওলানা জামাল উদ্দিন। সহ সভাপতি: মাওলানা বদরুল আলম। সহ সভাপতি: মুহাম্মদ ফখরুল ইসলাম। সাধারণ সম্পাদক: হাফিজ মাওলানা আবদুল কাদির। সহ সাধারণ সম্পাদক: মাওলানা দিদারুল আলম রাসেল। সহ সাধারণ সম্পাদক: হাফিজ মাওলানা ফখর উদ্দিন। সাংগঠনিক সম্পাদক: মাওলানা আব্বাস আলী। সহ সাংগঠনিক সম্পাদক: মাওলানা শহিদুল ইসলাম। সহ সাংগঠনিক সম্পাদক: মাওলানা সাদিকুর রহমান। অর্থ সম্পাদক: হাফিজ হাবিবুর রহমান জালাল। প্রচার সম্পাদক: মাওলানা জামিল আহমদ। সহ প্রচার সম্পাদক: মাওলানা ইবরাহিম আলী। সমাজ সেবা সম্পাদক: মাওলানা শামিম আহমদ শাহিন। যুব বিষয়ক সম্পাদক: হাফিজ মাওলানা নজরুল ইসলাম। ছাত্র বিষয়ক সম্পাদক: মাওলানা শামসুল ইসলাম। কৃষি বিষয়ক সম্পাদক: মাওলানা আরিফ উদ্দিন। শ্রম বিষয়ক সম্পাদক: মুহাম্মদ মনজুর আহমদ। সাহিত্য সম্পাদক: মাওলানা মুনাঈম আহমদ। প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা সালিম আহমদ সুলাইমান। স্বেচ্ছাসেবক সম্পাদক: মাওলানা ফখরুল ইসলাম। দফতর সম্পাদক: মাওলানা মিসবাহ হুসেন রাজা। পাঠাগার সম্পাদক: মাওলানা লোকমান আহমদ। নির্বাহি সদস্য: হাফিজ মাওলানা আহসান উদ্দিন হাসান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা এমাদ উদ্দিন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা বিলাল আহমদ, মোহাম্মদ নুর উদ্দিন, মোহাম্মদ নাজির আহমদ।
কাউন্সিল শেষে বাদ মাগরীব জমিয়ত ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী’র সুস্থতা কামনা ও দেশ, জাতীর কল্যাণে এবং দেশের সকল প্রকার অরাজকতা থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন জমিয়তের নব-নির্বাচিত সভাপতি মাওলানা খালিদ আহমদ।