পটিয়া পৌর ১নং ওয়ার্ডের উন্নয়ন কাজ পরিদর্শন
1 min readসেলিম চৌধুরী :: চট্টগ্রামে প্রথম শ্রেণীর পটিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড আল্লাই এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পটিয়া পৌরসভার মেয়র ও পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুল খালেক। এছাড়াও মেয়র অধ্যাপক হারুনুর রশিদ ও কাউন্সিলর আবদুল খালেক ওসমান গনি সওদাগর বাড়ি সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন পটিয়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক,পৌরসভার প্রকৌশলী মোঃ শাহ জাহানসহ এলাকায় মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। কাউন্সিলর আবদুল খালেক বলেন,গত ৫ বছরের পটিয়া পৌরসভা ১ নং ওয়ার্ড রাস্তা ঘাট পুকুরের রিটানিং ওয়ার্ল কালভার্টসহ পানি সমস্যা সমাধান করা হয়েছে। তিনি বলেন আমার নির্বাচনী ওয়াদ পুরন করেছি। ভবিষ্যতে পুর্নরায় সুযোগ পেলে জনগণের কল্যাণে নিজেকে উজাড় করে এলাকার উন্নয়নে কাজ করে যাব। কাউন্সিলর আবদুল খালেক বলেন পটিয়ার এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর নেতৃত্বে উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এ কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।