পটিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষাার্থী নিহত, এলাকায় শোকের মাতম
1 min read
সেলিম চৌধুরী ;; চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়ার ভাইয়ারদিঘী’র এলাকায় নুরুদ্দিন শাহ মাজার নির্মান ও ওরশের জন্য টাকা তুলতে গিয়ে পাইভেট কারের ধাক্কায় স্কুল ছাত্র মো. ফয়সাল ইসলাম ওরফে জিসান (১১) নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার দুপুর আড়াইটা এ দূঘর্টনা ঘটে। নিহত জিসান আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণি’র ছাত্র। সে কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর ৬নং ওয়ার্ড শেখপাড়া এলাকার মুহাম্মদ ফারুকের পুত্র বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানায়, আগামীকাল বৃহষ্পতিবার নুরুদ্দিন শাহের বার্ষিক ওরশ রয়েছে। এ উপলক্ষে কচুয়াই ইউনিয়নের আজিমপুর ভাইয়া র্দীঘির দক্ষিণ পাড় এলাকায় মাজারটির সামনে বসে ওরশের আযোজকদের পক্ষ থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বসে যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। এসময় একটি গাড়ি থেকে সড়কে ফেলানো টাকা নিতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় ফয়সাল ইসলাম ঘটনাস্থলে প্রাণ হারান।
এ ব্যাপারে কচুয়াই ইউপি চেয়ারম্যানা ইনজামূল হক জসিম জানান, দূঘর্টনার পরপর পটিয়া থানা ও হাইওয়ে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়নি। এলাকায় দূঘর্টনা নিয়ে লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে লাশটি দ্রুত বাড়িতে পাটিয়ে দেয়া হয়। পরে পটিয়া থানা ও হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে মাজারের নামে টাকা তোলার আস্তানাটি ভেঙ্গে দিয়ে লোকজনকে তাড়িয়ে দেয়। তবে দূঘর্টনা জড়িত ঘাতক গাড়িটি পালিয়ে যায়। লাশটি পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার অনুরোধ জানালে পুলিশ লাশটি পরিবারের নিকট হস্তান্তর করেন। বাদে আসরে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থনে লাশটি দাফন করা হয়।
পটিয়া থানার উপ পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, স্থানীয় নুরুদ্দিন শাহের মাজারের ওরশের চাঁদা তুলছিল ওরশের আয়োজকরা। এসময় ফয়সাল ইসলাম জিসান সড়ক থেকে টাকা নিতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় সেই ঘটনাস্থলে মারা যায। এ সময় ঘটনাস্থল থেকে আস্তানাটি ভেঙ্গে দিয়ে মাইক খুলে থানায় নিয়ে আসার হয়েছে। তবে এই ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ।