পটিয়ায় রতনপুর স্কুলের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ
1 min read
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি ;; চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র পাশে সোনাইছড়ি খালের উপর নির্মিত চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার পটিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি ও পটিয়া থানার ওসি’র বরাবরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম ও প্রধান শিক্ষক শমিতা চক্রবর্তী লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়, পূর্বরতনপুর গ্রামের মৃত আবদুল মোতালেবের পুত্র মো: আরমান ও মো: মাসুদ সোনাইছড়ি খালের উপর প্রায় ৩০ বছর পূর্বে নির্মিত চলাচলের রাস্তা টিনের ভেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। এ ব্যাপারে বন্ধ করে দেয়ার কারণ জানতে চাইলে তারা ভয়ভীতি ও মারধরের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হলেও তিনি কোন ব্যবস্থা নেয়নি। ফলে দক্ষিণ করলডেঙ্গা গ্রামের ছাত্রছাত্রীরা এ রাস্তা দিয়ে যাতায়ত করে থাকেন। বর্তমানে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থী স্কুলের আসতে পারছে না।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি ইনামূল হাছান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান এবং প্রতিপক্ষকে স্কুলের শিক্ষার্থীদের চলাচলের পথ শীঘ্রই খুলে দেয়ার নির্দেশ দেন। অন্যতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।