জেলার শ্রেষ্ঠ এসআই হলেন গোয়াইনঘাট থানার এসআই সালাহ উদ্দিন
1 min readআলী হোসেন :: সিলেট জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানা পুলিশের এএসআই সালাহ উদ্দিন। সিলেট জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছেন তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালচনা সভায় পরোয়ানা তামিল ও মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখা ছাড়া ও বিভিন্ন অপরাধের আসামী গ্রেফতার করায় সিলেট জেলার মধ্যে শ্রেষ্ট এএসআই নির্বাচিত হওয়ায় সিলেট জেলা পুলিশের নভেম্বর মাসের মাসিক কল্যান ও অপরাধ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এ সম্মাননা প্রদান করেছেন। পরোয়না তামিলে সফলতাসহ সার্বিক ভাল কাজের জন্য এসআই সালাহ উদ্দিনকে জেলার সেরা এসআই হিসাবে নির্বাচিত করা হয়েছে।
জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, সকল পুলিশ সদস্যকে বাহিনীর মর্যাদা সমুন্নত রেখে পেশাগত দায়িত্ব পালনে আরোও নিষ্টবান হতে হবে। অপরাধ ও অপরাধী দমনে সমাজের সর্বস্থরের নেতৃবৃন্দকে পুলিশি সহায়তায় মনোনিবেশ করতে হবে।
এ ব্যাপারে এসআই সালাহ উদ্দিন জানান, থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ’র সঠিক নেতৃত্বের কারণে এবং গোয়াইনঘাটবাসীর ঐকান্তিকতার ফলস্রতিতে এ সম্মাননা পেয়েছি। এভাবেই সর্বমহলের সহযোগিতা অব্যাহত থাকলে সকল প্রকার অপরাধ নির্মূলে আরোও নিরংকুশ দায়িত্ব পালনে অপরাপর সহকর্মীরাও উদ্বুদ্ধ হবে।