গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের শীতবস্ত্র বিতরণ
1 min readসমাজের বিত্তবানরাও এগিয়ে আসা উচিত
আহমেদ উল কবির সাজু :: গরীব মেধাবী শিক্ষার্থীদের অন্বেষন,তাদের সহযোগিতায় এগিয়ে আসা মহতি উদ্যোগ।সংগঠনের সদস্যরা সিমীত সাদ্য নিয়ে হলেও এগিয়ে এসেছেন আসহায় শিক্ষার্থীদের পাশে।সমাজের স্বচ্ছল,বিত্তবান ব্যাক্তি- সংগঠন এমন মহতি কাজে এগিয়ে আসা উচিত।
গোয়াইনঘাট উদ্যমী ছাত্র সংঘের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তরা এমন আশাবাদ ব্যাক্ত করেন।১০ ডিসেম্বর দুপুরে হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ে সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত “গরীব-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ” অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তানজিল হোসেনের সভাপতিত্বে মারজানুল আজহার জুনেদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই কোরআান তেলাওয়াত করেন হাফিজ সায়দুল ইসলাম, দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন মারুফ আহমদ, স্বগত বক্তব্য রাখেন পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান ফয়ছল নাদিম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শওকতুল ইসলাম, এলাকার বিশিষ্ট সমাজ সেবক মাওঃ দেলোয়ার হোসেন, সংঘের, আইন বিষয়ক সম্পাদক আমীরুল ইসলাম আমীন, উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক আহমদউল কবির সাজু, সদস্য রুহুল আমীন, মোনাইম আহমদ, মিজানুর রহমান, জকারিয়া,বিদয়ালয়ের শিক্ষকবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভায় দেশের সকল শহীদদের রুহের মাগফেরাত, দেশের শান্তি সম্মৃদ্ধি ও শীতার্তদের প্রতি সংশ্লিষ্টদের এই দান কবুলের জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন মাওঃ দেলোয়ার হোসেন। পরে অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরণ করেন।