পটিয়ায় অটো শ্রমিক কল্যাণ সমবায় সমিতির মৃত্যুর দাবি হিসেবে ২৫ হাজার টাকা প্রদান
1 min readসেলিম চৌধুরী ;; চট্টগ্রামে পটিয়া অটো, টেম্পো, টেক্সি, সিএনজি, রাভী, টাটা, এইচ, মাহিন্দ্র পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতির রেজিঃ নং ৭৩৫০/৩১০ এর উদ্যেগে ৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে সংগঠনের কার্যলয়ে সমিতির ৩৫২ কার্ড সদস্য এবং ধলঘাট রোড়ে চালক ও সমুরা গ্রামের নিবাসী মোঃ আবুল হোসেন এর অকাল মৃত্যুতে তার নমিনীর মৃত্যুর দাবি তার স্ত্রী মনোয়ারা বেগম এর হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন সমিতির সভাপতি বদিউল আলম,সাধারণ সম্পাদক বদিউল আলম( হিরু)। এসময় উপস্থিত ছিলেন দৈনিক জনতা’র সাংবাদিক সেলিম চৌধুরী, ধলঘাট ইউপি সদস্য শহিদুল ইসলাম , এনজিও কর্মকর্তা খোরশেদ আলম, সংগঠনের সহ সভাপতি লোক মান বাছা , সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ,প্রচার সম্পাদক বেলাল, সদস্য যথাক্রমে মোঃ জামাল উদ্দীন, আলী আকবর, বদিউল আলম,আবুল হোসেন, বেলাল,মোঃ রফিক,হিসাবরক্ষক কে এম আমজাদ হোসেন প্রমুখ।
সমিতির সভাপতি বদিউল আলম ও সাধারণ সম্পাদক বদিউল আলম হিরু জানান, ১৯৯০ সালে টেম্পো সমিতির সদস্যদের কল্যানে অএ সংগঠন প্রতিষ্টা করা হয়েছে। সমিতির নেতৃবৃন্দ সমিতির সদস্যদের স্বার্থ সংরক্ষণ কাজ করে যাচ্ছে বিগত ৩০ বছর যাবত। ফলে সমিতির সদস্যদের সকল কাজে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।