নারী উন্নয়নে সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা; চেয়ারম্যান ফারুক আহমেদ
1 min readআব্দুল মালিক :: নারীদের পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় তাই নারী উন্নয়নে সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। দেশের প্রতিটি দপ্তরে স্ব- স্ব যোগ্যতা নিয়ে নারীরা আজ নিজেকে প্রতিষ্ঠিত করছে।আমদের নারীদের শিক্ষায় এগিয়ে আসতে হবে, নিজেদের অধীকার সম্পর্কে বুজতে হবে।
গোয়াইনঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ কথাগুলো বলেন। ৯ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে নবাগত ইউএনও তাহমিলুর রহমানের সভাপতিত্বে শামিম আহমদের পরিচালনায় শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কেএম নূর হোসেন নির্ঝর, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, দুপ্রক সচিব, সাংবাদিক আব্দুল মালিক।
সভপতির বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে নবাগত ইউএনও বলেন সরকার নারী উন্নয়নে অত্যন্ত আন্তরিক। নারীরা আমাদের মা তাদের সম্মান দিতে হবে। নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক,ধর্মের নামে উগ্রতা কোনভাবেই বরদাস্ত করা হবে না উল্লিখিত করে এ ধরনের ঘঠনা ঘটলে তাৎক্ষণিক তাকে ফোন করার অনুরোধ জানান এবং গোয়াইনঘাটে তার প্রথম দিনে আন্তর্জাতিক দিবসে উপস্থিত হয়ে কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। পরে অতিথিরা সফল জননী হিসাবে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউপির খাস গ্রামের কুতুব আলীর স্ত্রী বেগম শফিকুন নাহার কে,অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী পশ্চিম জাফলং ইউপির লুনি গ্রামের বিপুল শর্মার স্ত্রী চম্পা শর্মাা, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জন কারী একই গ্রামের সুব্রত শর্মার স্ত্রী অর্পণা মুহন্ত ও নির্যাতনে বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরুর সফলতা অর্জনকারী হিসাবে পূর্ব জাফলং ইউপির ইসলামপুর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী লায়লা বেগমকে ক্রেস্ট, সনদ প্রদান ও মহিলাদের মধ্যে ঋণ প্রদান করেন।
জৈন্তপুর উপজেলা দিবসটি উদযাপন উপলক্ষে বিকেল ৩টায় ইউএনও নাহিদা পার্ভিনের সভাপতিত্বে কবির আহমদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, চারিকাটা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমদ ও যুবউন্নয়ন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা। পরে অতিথিরা অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নিজপাঠ ইউপির তোয়াশিহাটি গ্রামের বিশ্বজিত সুমের স্ত্রী মেরী সুম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য দরবস্ত ইউপির ভিতর গ্রামের নিখিল দাসের স্ত্রী প্রতিমা রাণী দাসকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন। সভায় এলকার নারী সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।