চরফ্যাশনে “পিএইচডি” এর সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত
1 min readজিহাদুল ইসলাম :: ভোলা চরফ্যাশনে ৯(নয়) ডিসেম্বর মঙ্গলবার পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভলপমেন্ট(পিএইচডি) এর সহযোগিতায় চরফ্যাশন উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২০ বেগম রোকেয়া দিবস উপলক্ষে মানববন্ধন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন আখন। আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র মজুমদার, আরবান রুরাল হেলথ কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন ও মোঃ রেজাউল করিম ভূঁইয়া। উপস্থিত ছিলেন পিএইচডি প্রকল্পের ইউআরএফ বিল্লাল হোসেন, তৌফিকুল ইসলাম, হাওয়ানুর বেগম, নাজমা বেগম,রাজু হোসাইন সহ অন্যান্যরা।এছাড়াও সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় আলোচকরা নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত এবং বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন।