গোয়াইনঘাটে ইউএনও’র বিদায় সংবর্ধনা
1 min read“আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করুন”
আব্দুল মালিক ;; আমি সকল অফিসের ষ্টাফকে নিজের ষ্টাফ মনে করতাম, আমরা সবাই চাকরিজিবী, সততা নিষ্ঠার সাথ দায়িত্ব পালন করুন,সবাইঐক্যবদ্ধ ভাবে কাজ করুন। আমি সরকারি দায়িত্ব পালনের স্বার্থে আপানাদের সাথে অনেক সময় কথা বলেছি,আপনারা আমাকে দোয়া করবেন।
বাংলাদেশ সরকারি ৪র্থ শ্রেণী কর্মচার সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে ইউএনও এর বিদায়অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে নাজমুস সাকিব কথাগুলো বলেন। ৮ ডিসেম্বর সন্ধ্যায় সমিতি’র কার্যালয়ে লিয়াকত আলীর সভাপতিত্বে সাঃ সম্পাদক শামিল আহমদের পরিচালনায় সমিতির নেতৃবৃন্দরা বলেন আমরা হারালাম একজন দক্ষ চৌকোশ অভিভাবককে। যার সঠিক দিক নির্দেশনায় আমরা কাজের প্ররনা পেতাম। পরে ক্লাবের নেতৃবৃন্দ বিদায়ী অতিথিকে সম্মাননা উপহার প্রদান করেন। এ সময়সমিতির সদস্যবৃন্দ ও উপজেলা দুপ্রক সচিব সাংবাদিক আব্দুল মালিক উপস্থিত ছিলেন।। এ ছাড়া একই দিনে বিদায়ী ইউএনও কে একাধীক সংবর্ধনা প্রদান করে গোয়াইনঘাট প্রেসক্লাব,উপজেলা পরিষদ,প্রশাসন,পুলিশ বিভাগ,মহিলা বিষয়ক অফিস।
৯ ডিসেম্বর দুপুরে নবাগত ইউএনও তাহমিলুর রহমানকে৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি লিয়াকতআলী ও সম্পাদক শামিম আহমদের নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে তার কার্যলয়ে বরণ করেন।