গোয়াইনঘাটের নবাগত ইউএনও তাহমিলুর রহমান
1 min readআবু তালহা তোফায়েল :: সীমান্ত জনপদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান ৯ ডিসেম্বর (বুধবার) তিনি গোয়াইনঘাট উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অপরাধমুক্ত গোয়াইনঘাট গড়ার প্রত্যয় নিয়ে দায়িত্বের চেয়ারে বসেন।
৮ ডিসেম্বর, মঙ্গলবার রাতে গোয়াইনঘাটের সদ্য বিদায়ী ইউএনও নাজমুস সাকিবকে গোয়াইনঘাট উপজেলা পরিষদ,প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এবং নবনিযুক্ত ইউএনও তাহমিলুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্যেখ্য ২৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে গোয়াইনঘাটের ইউএনও মোঃ নাজমুস সাকিবকে দ্বিতীয় সচিব পাসপোর্ট ও ভিসা ইয়ং বাংলাদেশ এসিস্ট্যান্ট হাইকমিশনার বার্মিংহাম যুক্তরাজ্য বদলি করা হয়।