ডাক্তার বিহীন সেন্টমার্টিনে এক মায়ের তাজা প্রাণ ঝড়ে গেল
1 min readমোঃ জাবেদ ইকবাল, টেকনাফ উপজেলা প্রতিনিধি।।
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে হাসপাতাল আছে, ডাক্তার নাই, রোগী আছে চিকিৎসা নাই,
বেহাল অবস্থায় দ্বীপ বাসী, ভাল চিকিৎসার জন্য টেকনাফ যেতে হয়, এমারজেন্সি চিকিৎসার জন্য যাওয়ার সময় প্রায় সময় সমুদ্রের মাঝে অনেক প্রান ও ঝড়ে যায়,
আজ টেকনাফ উপজেলার সেন্টমার্টিন হাসপাতাল আছে ডাক্তার নাই, তার কারণে
ঝড়ে গেল আরেকজন মায়ের তাজা প্রান।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা শুকুর স্ত্রী খুলসুমা (২২) গর্ভবতী অবস্থায় ছিল, রোগীর অবস্থা খারাপ দেখা গেলে এমারজেন্সি
ডেলিভারির জন্য টেকনাফ যাচ্ছিলেন সকালে,
পথে (সমুদ্রে) মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেন্টমার্টিনের বাসিন্দা লম্বা ঘরের জামাল মিস্ত্রির কন্যা।
এভাবেই চলবে সেন্টমার্টিন বাসীর জীবন। না পাচ্ছে ভাল কোন চিকিৎসা, এর সমাধান কি কখন ও মিলবে না, সরকারের দৃষ্টি আকর্ষণ করে সেভ দ্যা সেন্টমার্টিনের সদস্যরা বলেন, সরকারে কাছ থেকে ভাল ডাক্তার ও ভাল চিকিৎসার সহযোগিতা চাই, আর বলেন আমরা বাঁচতে চাই, আমাদের মা বোন কে বাঁচা তে চাই, তার জন্য প্রয়োজন ভাল চিকিৎসা, প্রয়োজন ভাল ডাক্তার।
এই ভাবে চলে যাচ্ছে চিকিৎসার অভাবে টেকনাফের সেন্টমার্টিনে শত শত তাজা প্রাণ।